Print Date & Time : 7 July 2025 Monday 11:25 pm

সিনজেনটার সঙ্গে ব্যাংক এশিয়ার চুক্তি স্বাক্ষর

প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কীটনাশক বিতরণের লক্ষ্যে সিএসআর কার্যক্রমের আওতায় সিনজেনটার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া। গত বুধবার রাজধানীর কারওয়ান বাজারে ব্যাংক এশিয়া টাওয়ারে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শাফিউজ্জামান এবং সিনজেনটার কান্ট্রি জেনারেল ম্যানেজার মোহাম্মদ হেদায়েত উল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। ব্যাংক এশিয়ার উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা, এসএম ইকবাল হোছাইন, আলমগীর হোসেন, মুহাম্মদ মোস্তফা হাইকাল হাশমী ও আরিকুল আরেফিন এবং সিনজেনটা বাংলাদেশের পরিচালক কাজী হালিমুর রশীদ ফয়সাল এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি