Print Date & Time : 3 August 2025 Sunday 7:09 am

সিপিএলে সাকিব শো চলছেই

ক্রীড়া ডেস্ক: ভারত সফরের প্রস্তুতি হিসেবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগকে (সিপিএল) বেছে নিয়েছেন সাকিব আল হাসান। সেটা যে ভালোভাবেই হচ্ছে তার, প্রমাণ মিলেছে গত দুই ম্যাচেই। মানে এ টুর্নামেন্টে গতকালও ব্যাট-বল হাতে দারুণ পারফরম্যান্স করেছেন এ বাঁহাতি। শুধু তাই নয় বার্বাডোসকে তুলেছেন প্লে-অফেও।
গত পরশু সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে ব্যাটে-বলে সাকিব ছিলেন সেরা পারফরমার। কিন্তু দলকে জেতাতে না পারার আক্ষেপ ছিল। তবে গতকাল সেন্ট লুসিয়া জুকসের বিপক্ষে সাকিবের ব্যাট সেভাবে জ্বলে না উঠলেও বল হাতে তিনি ছিলেন নিজের মতোই। তার ঘূর্ণিজালে হাঁসফাঁস করেছে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ। এদিকে তার দেখানো পথেই হেঁটেছেন সতীর্থ হ্যারি গার্নি ও যুক্তরাষ্ট্রের লেগ স্পিনার হেইডেন ওয়ালশ।
সাকিবের বার্বাডোজ ঘরের মাঠে গতকাল ব্যাট করতে নেমেছিল। প্রথম ওভারেই ওপেনার অ্যালেক্স হেলসকে হারিয়ে বসে স্বাগতিকরা। তবে তিন নম্বরে নেমে সাকিব হাল ধরেন। দুই চারের সাহায্যে ২১ বলে ২২ রান করেন। জনসন চার্লসের সঙ্গে তার জুটি ছিল ৬২ রানের। চার্লসের ৩৬ বলে ৪৭ আর জাস্টিন গ্রিবসের ২৮ বলে ২৭-এ দুই ইনিংসে ৬ উইকেট হারিয়ে ১৪১ রান তোলে বার্বাডোজ।
ব্যাট হাতে ভালো করতে না পারার আক্ষেপটা সাকিব গতকাল মিটিয়েছে বোলিংয়ে। ইনিংসের প্রথম ওভারে তিনি দেন মাত্র ৩ রান। দ্বিতীয় ওভারে একটু খরচে ছিলেন, দেন ১২ রান। দ্বিতীয় স্পেলে ফিরে এসে বাকি দুই ওভারে মাত্র পাঁচ রান দিয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান কলিন ইনগ্রামকে ফিরিয়ে দেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। ৪ ওভারে মাত্র ২০ রান খরচে ১ উইকেট নিয়েছেন তিনি। শেষ পর্যন্ত ১১৭ রানেই গুটিয়ে যায় সেন্ট লুসিয়া।