Print Date & Time : 2 September 2025 Tuesday 7:30 am

সিভিসি ফাইন্যান্সের আইএসও ২৭০০১: ২০১৩ সনদপ্রাপ্তি

সিভিসি ফাইন্যান্স লিমিটেড ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেমের (আইএসও) জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইএসও ২৭০০১: ২০১৩ সনদ অর্জন করেছে। বাংলাদেশের ৩৪টি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের মধ্যে মাত্র ৩টি ও ৬১টি ব্যাংকের মধ্যে মাত্র ৯টি ব্যাংক এখন পর্যন্ত এই সনদ অর্জন করতে সক্ষম হয়েছে। ব্যুরো ভেরিটাস নামক একটি ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন এজেন্সি দ্বারা সনদটি প্রস্তুত করা হয়। ব্যুরো ভেরিটাস লিমিটেড আই এস ও ঃ ২৭০০১-এর নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে আইটি অপারেশন, ডেটা সেন্টার ও ডিজাস্টার রিকভারি সাইটের ওপর তাদের অডিট পরিচালনা করে। বিজ্ঞপ্তি