Print Date & Time : 20 August 2025 Wednesday 9:31 pm

সিরাজগঞ্জের মহাসড়কে তীব্র যানজট

প্রতিনিধি, সিরাজগঞ্জ : বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সিরাজগঞ্জের মহাসড়কের ঝাউল ওভারব্রিজ এলাকায় প্রাইভেটকার-ট্রাক সংঘর্ষের ঘটনায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঝাউল ওভারব্রিজ এলাকা থেকে বঙ্গবন্ধু সেতুর টোলপ্লাজা পর্যন্ত তীব্র যানজটের রয়েছে বর্তমানে।

সোমবার (২৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ঝাউল ওভারব্রিজ এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের ওসি আব্দুল কাদের জিলানী বলেন, সকাল সাড়ে ৯টার দিকে বঙ্গবন্ধু সেতু ওই স্থানে প্রাইভেট কার ও ট্রাকের সংঘর্ষ হয়। এ ঘটনার পর থেকে ঝাউল ওভারব্রিজ এলাকা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ প্রাণ হারাননি। যানজট নিরসনে কাজ করে যাচ্ছি।