উপবৃত্তির টাকাসিরাজগঞ্জ প্রতিনিধি: উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া কান্দাপাড়া স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বদরুল আলমকে কারণ দর্শানো (শোকজ) নোটিস দিয়েছেন সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার। সাত দিনের মধ্যে শোকজ নোটিসের জবাব দিতে বলা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা বলেন, কালিয়া কান্দাপাড়া স্কুল অ্যান্ড কলেজে ভুয়া ছাত্রছাত্রীর নামে উপবৃত্তির টাকা উত্তোলন করে তা আত্মসাতের অভিযোগ বিভিন্ন মিডিয়ার প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ঘটনার সত্যতা জানতে প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে।