সিরাজগঞ্জে ও নোয়াখালীতে দুই নারীর মরদেহ উদ্ধার

শেয়ার বিজ ডেস্ক: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়ন থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে সিরাজগঞ্জে এক বৃদ্ধাকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো খবরÑ

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়ন থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার উপজেলার কুতুবপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রুস্তম মিয়ার বাড়ি থেকে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সাবিনা ইয়াসমিন (৩০) উপজেলার কুতুবপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কুতুবপুর গ্রামের রুস্তম মিয়ার বাড়ির ইসমাইল হোসেনের স্ত্রী। 

জানা গেছে, গতকাল ভোর রাতের দিকে সাবিনা পরিবারের সদস্যদের অজান্তে স্বামীর বসত ঘরের নিজ শয়ন কক্ষের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন। 

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেয়া হয়েছে। তবে তাৎক্ষণিক আত্মহত্যার কোনো কারণ জানা যায়নি। 

সিরাজগঞ্জ : জমিসংক্রান্ত বিরোধের জেরে সিরাজগঞ্জে গোলাপী খাতুন (৬০) নামে এক বৃদ্ধাকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল  বৃহস্পতিবার পুলিশ গোলাপী খাতুনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এর আগে, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের মহিষামুড়া গ্রামে বৃদ্ধাকে হত্যা করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ এক ইউপি সদস্যসহ দুজনকে আটক করেছে। নিহত গোলাপী খাতুন সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের মহিষামুড়া গ্রামের বাহেজ উদ্দিনের স্ত্রী।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ঘটনার সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশ তদন্ত করছে। জিজ্ঞাসাবাদের জন্য ইউপি সদস্য হারুন অর রশিদসহ দুজনকে থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।