সিরাজগঞ্জে কমছে না ডেঙ্গুর প্রকোপ ২৪ ঘণ্টায় ভর্তি ১৬

শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে কমছে না ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে জেলার বিভিন্ন হাসপাতালে। গত বুধবার সকাল ১০টা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ১৬ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রন্তের সংখ্যা দাঁড়ালো ৬০৪ জনে। এর মধ্যে গত ১৮ আগস্ট মেহেদী হাসান মীম নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। প্রতিদিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় জেলাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গতকাল সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল, নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজ হাসপাতাল, খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সিরাজগঞ্জ মেডিনোভা হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন। এসব হাসপাতালে সব মিলে ৫২ রোগী চিকিৎসাধীন রয়েছেন।
সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রমেশ চন্দ্র সাহা জানান, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ১৪ জন ভর্তি হয়েছেন। এই হাসপাতালে মোট ভর্তি রয়েছেন ৪১ জন। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি হওয়ার পর সাতজনকে অন্য হাসপাতালে রেফার করা হয়েছে। একজনের মৃত্যু হয়েছে। চিকিৎসার জন্য যে ধরনের ওষুধ প্রয়োজন তা হাসপাতালে রয়েছে। পরীক্ষা-নিরীক্ষাও করা হচ্ছে। প্রথমে রোগীর সংখ্যা যেভাবে বৃদ্ধি পেয়েছিল এখন ধীরে ধীরে তা কমে আসছে।
সিভিল সার্জন জাহিদুল ইসলাম জানান, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা দরকার। পাশাপাশি বাড়ির আঙিনা সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে ডেঙ্গু ছড়িয়ে পড়তে না পারে। বিশেষ করে যেখানে পানি আটকে থাকে সেই স্থানগুলো সব সময় পরিষ্কার রাখতে হবে। কেউ আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে তাকে চিকিৎসকের কাছে নিতে হবে। ডেঙ্গু সচেতনতায় প্রচার মিছিল ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সচেতনতামূলক কর্মসূচি চলছে।