প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ট্রাফিক প্রসিকিউশন ব্যবস্থানাপনার স্বচ্ছতা ও জবাবাদিহি প্রতিষ্ঠা করতে ই-ট্রাফিক প্রসিকিউশন সেবা চালু করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে সিরাজগঞ্জ বাজার স্টেশন মুক্তির সোপান এলাকায় পুলিশ সুপার হাসিবুল আলম এ সেবার উদ্বোধন করেন। এ সময় পুলিশ সুপার জানান, রাজশাহী বিভাগের আটটি জেলায় একযোগে সনাতন পদ্ধতির পরিবর্তে ডিজিটাল ই-ট্রাফিক প্রসিকিউশন ব্যবস্থা চালু হলো। শুধু তাই নয়, সড়ক-মহাসড়কে আইন ভঙ্গের কারণে রুজুকৃত মামলার নিষ্পত্তির জন্য গাড়ি ও চালকের বিরুদ্ধে শাস্তিস্বরূপ আইন দ্বারা নির্ধারিত জরিমানার টাকা জমাদানের জন্য স্থানীয় ব্যাংকে যেতে হতো। এতে চালক ও গাড়ির মালিকদের চরম দুর্ভোগ পোহাতে হতো।
তিনি বলেন, বর্তমানে সেটার পরিবর্তে ই-ট্রাফিক প্রসিকিউশন পদ্ধতি চালুর মাধ্যমে মামলার পক্ষগুলো ঘটনাস্থল হতে তৎক্ষণাৎ অথবা পরবর্তীতে বাংলাদেশের যেকোনো স্থান থেকে জরিমানার অর্থ ইউক্যাশের মাধ্যমে নিষ্পত্তি করতে পারবে। এ পদ্ধতিতে সিরাজগঞ্জ শহরে ১১৭টি এজেন্ট এবং বিভিন্ন স্থানে ১৭টি পাঞ্চ মেশিনের মাধ্যমে সরকারি ছুটির দিনগুলোতেও জরিমানার টাকা প্রদানে তাদের কোনো অসুবিধায় পড়তে হবে না।