প্রতিনিধি, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ট্রাকচাপায় খোদেজা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে এই দুর্ঘটনা ঘটে। আজ শুক্রবার সকালে নিহত নারীর লাশ স্বজনদের কাছে
হস্তান্তর করা হয়েছে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত খোদেজা বেগম বগুড়া জেলার শেরপুর উপজেলার খাগার আরসোন পাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী। ওসি শাহজাহান আলী জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় হাটিকুমরুল গোলচত্বর এলাকায় খোদেজা বেগম রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি ট্রাক চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।