Print Date & Time : 28 August 2025 Thursday 10:56 am

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষকের

প্রতিনিধি, সিরাজগঞ্জ : মাহফিলের ওয়াজ শুনতে যাওয়ার সময় সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের পাইকপাড়া এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোঃ সোহবান (৪০) নামে এক মাদ্রাসার শিক্ষক নিহত হয়েছে।

নিহত মো. সোবাহান বগুড়া জেলার ধুনট উপজেলার কান্তনগর ঈশ্বর ঘাট গ্রামের বাসিন্দা। তিনি এলাঙ্গী মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

রবিবার (৮ জানুয়ারী) সকালে কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে, শনিবার রাত সাড়ে ৯ টার দিকে কাজিপুর উপজেলার পাইকপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ওসি শ্যামল কুমার দত্ত জানান, নিহত সোবাহান সোনামুখী কনসেডিয়াম আল-জামিয়াতুল মাদ্রাসায় ওয়াজ মাহফিল শোনার উদ্দেশ্য মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় উপজেলার পাইকপাড়া এলাকায় পৌছেলে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় তিনি ঘটনাস্থলে মারা যায়। পরে পুলিশ খরব পেয়ে ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা করেছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।