Print Date & Time : 10 September 2025 Wednesday 1:13 pm

সিরাজগঞ্জে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিনিধি, সিরাজগঞ্জ : অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সরবরাহ, ওজনে কম দেয়া, পচা ডিম রাখা, বাসি খাবার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে সিরাজগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ শহরের এমএ মতিন সড়কে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসএম রাকিবুল হাসান এই অভিযান চালান।

অভিযান শেষে এসএম রাকিবুল হাসান জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সরবরাহ, ওজনে কম দেয়া, পচা ডিম রাখা, বাসি খাবার ও মেয়াদোত্তীর্ণ ওষ–ধ রাখার দায়ে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকার জলিল হোটেল, ফুড কেয়ার ও বাঁধন মেডিকেল হলে অভিযান চালানো হয়। অভিযানে জলিল হোটেলকে ২০ হাজার টাকা, ফুডকেয়ারকে ১০ হাজার টাকা ও বাঁধন মেডিকেল হলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।