Print Date & Time : 31 August 2025 Sunday 4:51 am

সিরাজগঞ্জে দুই ডাকাত গ্রেফতার, লুট হওয়া মালামাল উদ্ধার

প্রতিনিধি, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে ইকোনোমিক জোনের তিন সদস্যকে মারপিট করে মালামাল লুটের ঘটনায় দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বড়শিমুল পঞ্চসোনা গ্রামের বাছেত আকন্দের ছেলে আমিরুল ইসলাম (৩০), একই গ্রামের হযরত আলীর ছেলে আব্দুল্লাহ (৩৫)।

মঙ্গলবার (৮ নভেম্বর) বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম সিদ্দিকী।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গ্রেপ্তারকৃতরা ডাকাত দলের সক্রিয় সদস্য। দেশের বিভিন্ন স্থানে ডাকাতির সাথে তারা জড়িত। গত ১ নভেম্বর রাতে সিরাজগঞ্জ ইকোনোমিক জোনের পিডিএল বেজ ক্যাম্পের তিনজন সদস্যদের মারপিট করে মোবাইল সেট, লোহার রড, জিআই তার, ব্যাটারী, পাম্প, সিমেন্ট, ইলেকট্রিক ক্যাবল, টুলবক্স, পাইপ, ডিজেলসহ প্রায় ৮ লক্ষ ৭৬ হাজার ১শ পাঁচ টাকার মালামাল লুট করে ইঞ্জিন চালিত নৌকাযোগে নিয়ে যায়। এঘটনায় গত ২ নভেম্বর পিডিএল এর ম্যানেজার শফিকুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করা হয়।

এর পর গত সোমবার রাতে সিরাজগঞ্জ সদর থানা, বেলকুচি ও টাঙ্গাইল থানা এলাকায় অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের নিকট থেকে লুট হওয়া ১ হাজার ২শ ৪৪ কেজি লোহার রড ও ডাকাতি কাজে ব্যবহৃত দুইটি ইঞ্জিন চালিত নৌকা উদ্ধার করা হয়েছে।