Print Date & Time : 6 September 2025 Saturday 10:41 pm

সিরাজগঞ্জে নিখোঁজের ২দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

প্রতিনিধি, সিরাজগঞ্জ : নিখোঁজের দুই দিন পর সিরাজগঞ্জে করতোয়া নদী থেকে মনির হোসেন (১৮) নামের এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার রুপপুর এলাকায় ভাসমান ভাসমান অবস্থায় মরদেহটি পাওয়া গেছে।

নিহত মনির হোসেন শাহজাদপুর উপজেলার পৌর সদরের রূপপুর পুরানপাড়া গ্রামের রিকশা চালক মো: হারুন অর রশিদের ছেলে এবং শাহজাদপুর মওলানা সাইফ উদ্দিন এহিয়া কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

নিহতের ফুপাতো ভাই ইমরান হোসেন জানান, গত বৃহস্পতিবার দুপুরের খাওয়া দাওয়া শেষে বন্ধুদের সাথে নৌকায় বেড়াতে বের হয়। এরপর সে ওইদিন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্ধুদের সাথে নৌকা যোগে করতোয়া নদীতে ঘুরে বেড়ায়। রাতে বন্ধুদের সবাই বাড়ি ফিরে এলেও সে আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। সেই থেকে দু‘দিন ধরে সে নিখোঁজ ছিল। আজ সকালে নদীতে মাছ ধরতে গিয়ে জেলেরা তার মরদেহ নদীর পানিতে ভাসতে দেখে মনিরের বাড়িতে খবর দেয়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ লাশ উদ্ধারের ব্যবস্থা নিয়েছে।

এদিকে স্বজনদের আহাজারি ও কান্নায় এলাকার বাতাস ভারি হয়ে উঠেছে। নিহতের লাশ দেখতে শত শত নারী, পুরুষ ও শিশুরা ভিড় জমিয়েছে।

শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম মৃধা বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের পর তা ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এছাড়া নিহতের পরিবার মামলা দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।