প্রতিনিধি, সিরাজগঞ্জ : পিকআপ ও লরির মুখোমুখি সংঘর্ষে সিরাজগঞ্জে উল্লাপাড়ায় ইয়াসিন (৩০) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় ২ জন আহত হয়েছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার সলঙ্গার হরিণচড়া বাজার এলাকায় এ দুঘর্টনায় ঘটে।
নিহত ইয়াসিন ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার কাটগড়া গ্রামের বাদশা ফকিরের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার (টি আই) মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের হরিণচড়া বাজারের পশ্চিম পাশে একটি লরি ও মাছের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে, ঘটনাস্থলেই ১ জন নিহত হয়েছে।
তিনি আরো জানান, নিহতে মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।