Print Date & Time : 11 September 2025 Thursday 6:04 pm

সিরাজগঞ্জে বঁটির আঘাতে প্রাণ গেল স্বামীর

প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর বঁটির আঘাতে শামিম হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

গতকাল সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের পাচলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে শামিম। ঘটনার পর থেকে তার ঘাতক স্ত্রী শিরীন খাতুন (৩৫) পলাতক।

স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জেরে সকালে বাগবিতণ্ডা চলছিল। একপর্যায়ে শামিমের মাথায় বঁটি দিয়ে আঘাত করে শিরীন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

সলঙ্গা থানার ওসি (তদন্ত) জাকেরিয়া হোসেন বলেন, লাশের সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। পলাতক শিরীনকে আটকের চেষ্টা চলছে। নিহতের স্বজন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করবে।