Print Date & Time : 24 July 2025 Thursday 1:42 am

সিরাজগঞ্জে বন্যার পানি ১৩০ শিক্ষাপ্রতিষ্ঠানে

প্রতিনিধি, সিরাজগঞ্জ: চলতি বন্যায় সিরাজগঞ্জের ১৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যার পানি প্রবেশ করেছে। এ কারণে স্কুলে যাওয়ার কষ্ট আর ভোগান্তি হলেও আনন্দের কমতি নেই ছাত্রছাত্রীদের মাঝে। কেননা দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর গত ১২ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হয়েছে। কিন্তু সিরাজগঞ্জ সদর উপজেলার পূর্ব মোহনপুর ও বড় সারোটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার পানি ঢুকে যাওয়ায় বিপাকে পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

বেশিরভাগ ছাত্রছাত্রীদের বই খাতা নিয়ে নৌকায় করে স্কুলে যেতে হচ্ছে। বিদ্যালয়ে শতভাগ উপস্থিতির বলে জানালেন অতিরিক্ত ডিসি (শিক্ষা ও আইসিটি) শারমিন সুলতানা।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবারের বন্যায় কাজীপুর, সদর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালী উপজেলার ১০৫টি প্রাথমিক বিদ্যালয় ও ২৫টি উচ্চ মাধ্যমিক, কারিগরি ও কলেজে বন্যার পানি প্রবেশ করে। এর মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শাহজাদপুর ও চৌহালীতে।

শাহজাদপুরে ৬৫টি স্কুলের মাঠ ও ২৬টি স্কুলের শ্রেণিকক্ষে বন্যার পানি প্রবেশ করে। তাই সরকার ঘোষিত ১২ সেপ্টেম্বর থেকে স্কুল খোলা নিয়ে সংশয় ছিল শিক্ষক ও শিক্ষার্থীর মাঝে। তবে শঙ্কা উড়িয়ে দিয়ে শত কষ্টের মাঝেও স্কুলে যায় শিক্ষার্থীরা। কেউ নৌকাযোগে, কেউ হেঁটে আসে স্কুলে।

শারমিন সুলতানা বলেন, সিরাজগঞ্জ বন্যাকবলিত জেলা। চৌহালী ও কাজীপুরে নিন্মাঞ্চল বেশি। চৌহালীতে ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান নদীর মধ্যে চলে গেছে। এ ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অন্য স্থানে ক্লাসের ব্যবস্থা করেছি। জেলায় শতভাগ শিক্ষাপ্রতিষ্ঠান চালু রয়েছে।