Print Date & Time : 27 July 2025 Sunday 3:43 am

সিরাজগঞ্জে বিএনপি-জামায়াতের ৯ নেতা গ্রেপ্তার

প্রতিনিধি, সিরাজগঞ্জ: নাশকতার মামলায় সিরাজগঞ্জে বিএনপি ও জামায়াতে ইসলামীর ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে এনায়েতপুর থানার ওসি আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন এনায়েতপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিজয় (৩২), থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন (৪৫), যুগ্ম আহ্বায়ক রঞ্জু (৪০), থানা বিএনপি নেতা শামসুল ইসলাম (৪৫), মনসুর আলী (৩৮), খুকনী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মজনু (৪৫) ও সেলিম (৫০), উপজেলা জামায়াত নেতা ইদ্রিস আলম (৪০) ও আব্দুল্লাহ (৩২)।

ওসি আনিসুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালে দায়ের করা একটি মামলায় পরোয়ানা ছিল। শুক্রবার গভীর রাতে এনায়েতপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।