Print Date & Time : 8 September 2025 Monday 1:31 pm

সিরাজগঞ্জে ব্যাংক এশিয়ার ১৩০ তম শাখার শুভ উদ্বোধন

ব্যাংকিং সেবা বহির্ভূত জনগোষ্ঠিকে সেবার আওতায় এনে চলমান আর্থিক অন্তর্ভুক্তির কার্যক্রমকে এগিয়ে নেয়ার লক্ষে সিরাজগঞ্জের এস. এস. রোডে সম্প্রতি উদ্বোধন করা হলো ব্যাংক এশিয়ার ১৩০ তম শাখা। ব্যাংকের বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান জনাব এম. এ. বাকী খলীলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখার শুভ উদ্বোধন করেন। ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জনাব আদিল চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ সাজ্জাদ হোসেন ও জনাব আলমগীর হোসেন সহ প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নতুন এ শাখার মাধ্যমে ব্যাংক এশিয়া অত্র অঞ্চলের স্থানীয় জনগোষ্ঠির পাশাপাশি নিকটবর্তী অন্যান্য জেলার জনসাধারণের জন্য পরিপূর্ণ ও প্রয়োজনীয় ব্যাংকিং সেবা নিশ্চিত করবে।