সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজলোর শিয়ালকোলে বয়লার বিস্ফোরণে দগ্ধ তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তাদের মৃত্যু হয়। তারা হলেন শিয়ালকোল গ্রামের ছবের আলী (৫০), তার স্ত্রী জাহানারা বেগম (৪৫) ও মৃত সাইদ আলীর স্ত্রী সাকেরা বেওয়া (৪৮)। শিয়ালকোল বাজার এলাকায় শামীম তালুকদারের চাতালে গত বুধবার বিকালে ধান সিদ্ধ করার সময় বয়লার বিস্ফোরণে ছবের আলী, জাহানারা বেগম ও সাকেরা বেওয়া দগ্ধ হন।