Print Date & Time : 30 July 2025 Wednesday 11:47 pm

সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত, নিন্মাঞ্চল প্লাবিত

প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি বাড়ার সঙ্গে প্লাবিত হচ্ছে নতুন এলাকা। ইতোমধ্যে জেলার চার উপজেলার নি¤œাঞ্চল ও চরাঞ্চলের মানুষ পানিবন্দি হয়েছেন।

গতকাল বুধবার সকালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের গেজ রিডার আব্দুল লতিফ জানান, ‘যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ছয় সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৮৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।’

বন্যাকবলিত হয়েছে কাজিপুর, সদর, চৌহালী ও শাহজাদপুর উপজেলার নি¤œাঞ্চল ও চরাঞ্চল। বসতবাড়িতে পানি ওঠায় বিপাকে পড়েছেন এখানকার মানুষ। বন্যার পানিতে প্লাবিত হয়ে এ চারটি উপজেলার অন্তত ৫০০ একর ফসলি জমি তলিয়ে যাওয়ায় পাট, তিল, বীজতলা ও সবজি বাগান নষ্ট হয়েছে।

সিরাজগঞ্জ ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুর রহিম বলেন, বন্যাকবলিত এলাকায় নগদ অর্থ, শুকনো খাবার ও চাল বরাদ্দ দেয়া হয়েছে।