Print Date & Time : 30 August 2025 Saturday 11:37 am

সিরাজগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধি, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শাহজাদপুরে নাদিম হোসেন (১৯) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কায়েমপুর গ্রামে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নাদিম হোসেন উপজেলার কায়েমপুর গ্রামে গার্মেন্টস শ্রমিক মোঃ আশরাফের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা।

তিনি বলেন, স্থানীয়রা নাদিমের দেহ ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নাদিমের মরদেহ উদ্ধার করা হয়।

পরে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে তিনি জানান।