Print Date & Time : 7 July 2025 Monday 9:15 pm

সিরাজগঞ্জে যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

প্রতিনিধি, সিরাজগঞ্জ : নিখোঁজের পাঁচ দিন পর সিরাজগঞ্জের শাহজাদপুরে করতোয়া নদী থেকে শরিফুল ইসলাম (৩০) নামের এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত শরীফুলের মা-বাবা ও স্ত্রী সহ চারজনকে থানায় আনা হয়েছে।

শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে করতোয়া নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শরিফুল ইসলাম শাহজাদপুর উপজেলার আগনুকালী গ্রামের মৃত আবু সামার ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, গত ৯ জানুয়ারি রাতে শরিফুল ইসলাম শ্বশুর বাড়ি উপজেলার চর-বেতকান্দি গ্রামে যায়। এদিন শরিফুলের সঙ্গে স্ত্রী ফারজানা খাতুনের বাকবিতণ্ডা হয়। এরপর থেকেই শরিফুল নিখোঁজ হয়।

এঘটনায় থানায় সাধারন ডায়রী করা হয়। গত বৃহস্পতিবার সকালে করতোয়া নদী পাড়ে শরিফুলের রক্তমাখা জামা কাপড় খুঁজে পায় এলাকাবাসী। এরপর শনিবার সকালে করতোয়া নদীতে হাত-পা বাধা অবস্থায় শরিফুলের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

নিহত শরিফুলের মা সূর্য বানু জানান, দেড় মাস আগে শরিফুলের সাথে ফারজানার বিয়ে হয়। বিয়ের পর থেকেই ফারজানা শরিফুলকে পছন্দ করতো না। শরিফুল তার স্ত্রীকে প্রচন্ড ভালোবাসলেও ফারজানা শরিফুলকে সহ্য করতে পারতো না। একপর্যায়ে ফারজানা তার বাপের বাড়ি চলে আসলে শরিফুল সেখানে তার স্ত্রীর কাছে যায়। সেখানে গিয়েই নিখোঁজ হয় শরিফুল।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মৃধা জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহত শরিফুলের স্ত্রী, বাবা-মা সহ চার জনকে থানায় আনা হয়েছে।