সিরাজগঞ্জে সংঘর্ষে ঘটনায় ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৩

প্রতিনিধি, সিরাজগঞ্জ : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিরাজগঞ্জের সয়দাবাদ ইউপিতে দুই গ্রুপের সংঘর্ষের ২৫ জন গুলিবিদ্ধের ঘটনায় ছাত্রলীগ নেতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

সংঘর্ষের ঘটনায় বাঐতারা গ্রামের আবুল হোসেনের ছেলে শফিকুল ইসলাম বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামী করে আজ সকালে মামলাটি দায়ের করেন।

মঙ্গলবার (১০ জানুয়ারী) দুপুরে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

গ্রেফতারকৃতরা হলো, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও বাঐতারা গ্রামের মো. আব্দুল হাই মেম্বারের ছেলে মো. আরিফুল ইসলাম আরিফ, একই গ্রামের মো. বুলবুল এর ছেলে মো. শাকিল ও আল মাহমুদের ছেলে মো. শরিফ।

প্রসঙ্গ, জমির দলিলের নকল তোলা নিয়ে কেন্দ্র করে গত সোমবার দুপুরে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বাঐতারা গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট, পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম আরিফ তার লাইসেন্স করা বন্দুক দিয়ে গুলি ছুড়লে ২৫ জন গুলিবিদ্ধ সহ অন্তত ২০ জন আহত হয়।