সিরাজগঞ্জে ২৪ লক্ষ টাকার হেরোইনসহ আটক ১

প্রতিনিধি, সিরাজগঞ্জ : মাদক বিরোধী অভিযানে সিরাজগঞ্জে ২৩৯ গ্রাম হেরোইনসহ সাইফুল ইসলাম (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ সদস্যরা। যার আনুমানিক বাজার মুল্য ২৪ লক্ষ টাকা।

সোমবার (২৬ ডিসেম্বর) সকাল ১১ টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ সদর দপ্তর। এর আগে রবিবার (২৫ ডিসেম্বর) রাতে বঙ্গবন্ধ সেতু পশ্চিম রেলওয়ে ষ্টেশনের সামনে অভিযান চালিয়ে ২৩৯ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়।

আটককৃত সাইফুল ইসলাম রাজশাহী জেলার চর-বয়ারমারী আমিনপাড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে বঙ্গবন্ধ সেতু পশ্চিম রেলওয়ে ষ্টেশনের সামনে থেকে সাইফুল ইসলামকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২৩৯ গ্রাম হেরোইন ( যার মূল্য ২৪ লক্ষ টাকা) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতসহ তাহাকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় হস্তন্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।