সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে বিকাশ-বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি

মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের সহায়তায় সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার আটটি স্কুলের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের মাধ্যমে সম্প্রতি বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির সম্প্রসারণ করা হয়েছে। সিরাজগঞ্জ জেলার হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়, জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়, গৌরী আরবান গার্লস হাইস্কুল এবং সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, অন্যদিকে টাঙ্গাইলের মধুপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, মধুপুর শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় এবং মধুপুর রাণী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে এবার বই পড়া কর্মসূচি সম্প্রসারিত হলো। বিজ্ঞপ্তি