Print Date & Time : 7 July 2025 Monday 10:18 am

সিরাজদিখানে যুবকের লাশ উদ্ধার

প্রতিনিধি, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের সিরাজদিখানে মুজিবুর রহমানে (৪৫) নামে এক সৌদি প্রবাসী ফেরত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার উপজেলোর বালুচর ইউনিয়নের খাসকান্দি সরকারবাড়ির পেছনের বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের শরীরের মাথায় জখমের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত মুজিবুর রহমান একই ইউনিয়নে চর পানিয়া গ্রামের মৃত শহর আলীর ছেলে।

বালুচর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ওয়াসিম আহমেদ বলেন, নিহত মুজিবুর রহমান কয়েক মাস আগে সৌদি আরব থেকে দেশে এসেছেন। জায়গা-জমি নিয়ে তার সঙ্গে প্রতিবেশীদের বিরোধ চলছিল। শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত সে বাড়িইে ছিল। এরপর সে আব্দুল্লাহপুর বাজারে যায়। রাতে আর বাড়ি ফিরেনি। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার রক্তাক্ত লাশ দেখে পুলিশে খবর দিই। লাশের মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। এটি স্পষ্টই হত্যাকাণ্ড। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছি।