Print Date & Time : 10 September 2025 Wednesday 6:55 am

“সিরাতে মুস্তাকিম পরিষদের” উদ্যোগে হুইল চেয়ার প্রদান

প্রতিনিধি, ঘোড়াঘাট (দিনাজপুর) : দিনাজপুরের ঘোড়াঘাটে সামাজিক সংগঠন “সিরাতে মুস্তাকিম পরিষদ” এর উদ্যোগে জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধী পিয়ারা বেগম (৫৬) নামের এক নারীর মাঝে হুইল চেয়ার প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে সংগঠনের প্রতিষ্ঠাতা মুফতি মনোয়ার হোসেনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ হুইল চেয়ার প্রদান করেন। শারীরিক প্রতিবন্ধী পিয়ারা বেগম উপজেলার শ্রীচন্দ্রপুর গ্রামের মৃত কাদের মন্ডলের স্ত্রী। বর্তমানে তিনি কানাগাড়ী গ্রামে তার বোনের বাড়িতে বসবাস করে আসmছেন।

বিতরণ অনুষ্ঠানে সিরাতে মুস্তাকিম পরিষদের পক্ষ থেকে মুফতি মো. মুহিবুল্লাহ, মো. মোহসীন আলী, হুসাইন আহম্মেদ, মোহাম্মদ মোল্লা সহ অনেকে উপস্থিত ছিলেন।

ক্যাপশনঃ ঘোড়াঘাটে শারীরিক প্রতিবন্ধী নারীকে হুইল চেয়ার প্রদান করেন ইউএনও রফিকুল ইসলাম।