Print Date & Time : 11 August 2025 Monday 10:35 am

সিরিজ হারলো মেয়েরা

 

 

ক্রীড়া প্রতিবেদক: ঘুরে দাঁড়ানোর এক ম্যাচ পরই আবার ছন্দপতন! সিরিজের চতুর্থ ওয়ানডে ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৯৪ রানে হারলো বাংলাদেশের মেয়েরা। এ পরাজয়ে সিরিজটাও হেরে গেলেন রুমানা আহমেদরা। গতকাল প্রোটিয়াদের দেওয়া ২৫২ রানের চ্যালেঞ্জে নেমে ব্যর্থ দল। ১৫৭ রানে শেষ টাইগ্রেসদের ইনিংস।

এ জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিলো সফরকারীরা। শুক্রবার পঞ্চম ও শেষ ওয়ান ডে ম্যাচ অনুষ্ঠিত হবে।

সম্মান বাঁচানোর সেই লড়াইয়ে জিতে সিরিজ শেষ করতে চায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। এরপর বিশ্বকাপ বাছাই পর্বেও দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হতে হবে তাদের।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকার মেয়েরা। নির্ধারিত ৫০ ওভারে তারা সাত উইকেটে ২৫১ রান করে। খাদিজাতুল কুবরা তিনটি উইকেট লাভ করেন। লেগস্পিনার রুমানা আহমেদ দুটি ও একটি উইকেট নেন পেসার জাহানারা আলম।

জবাব দিতে নেমে ৬৭ রানের দারুণ এক ইনিংস খেলেন ফারজানা হক। ওপেনার শারমিন আকতার ১৪, শায়লা শারমিন ১৫ ও সালমা খাতুন করেন ৩০।