সিরিয়া উপকূলে নৌকা ডুবে নিহত ৩৪

শেয়ার বিজ ডেস্ক: সিরিয়া উপকূলে লেবানন থেকে আসা অভিবাসনপ্রত্যাশী ও শরণার্থী বহনকারী নৌকা ডুবে ৩৪ জন নিহত হয়েছেন। খবর: আল জাজিরা।

সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। জীবিত উদ্ধার ২০ জনকে তার্তাউসের বাসেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বেঁচে ফেরা মানুষদের বরাত দিয়ে সিরিয়ার পরিবহন মন্ত্রণালয় বলেছে, লেবাননের উত্তরাঞ্চলীয় মিনিয়েহ অঞ্চল থেকে গত মঙ্গলবার ১২০ থেকে ১৫০ যাত্রী নিয়ে নৌকাটি এসেছিল।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নৌকায় বিভিন্ন দেশের নাগরিক ছিলেন।

বেঁচে ফেরা মানুষদের বরাত দিয়ে সিরিয়ার পরিবহন মন্ত্রণালয় বলেছে, লেবাননের উত্তরাঞ্চলীয় মিনিয়েহ অঞ্চল থেকে গত মঙ্গলবার ১২০ থেকে ১৫০ যাত্রী নিয়ে নৌকাটি এসেছিল।

বন্দরের মহাপরিচালক সামের কুবরুসলি বলেন, সমুদ্র উত্তাল হওয়ায় এবং ঝোড়ো বাতাসের কারণে প্রতিকূল পরিস্থিতিতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

অর্থনৈতিক সংকটে পড়া লেবানন ছাড়তে লেবানিজ, সিরীয় ও ফিলিস্তিনিদের মধ্যে সমুদ্রপথে ইউরোপ যাওয়ার চেষ্টা ব্যাপকভাবে বেড়েছে।

শুধু লেবাননেই হাজারো মানুষ চাকরি হারিয়েছেন। লেবানিজ মুদ্রার মান প্রায় ৯০ শতাংশ পড়ে গেছে। ক্রয়ক্ষমতা হারিয়ে মারাত্মক দারিদ্র্যের মধ্যে দিন কাটছে দেশটির অনেক পরিবারের।

ডুবে যাওয়া নৌকার যাত্রীদের সুনির্দিষ্ট সংখ্যা ও তারা ঠিক কোথায় যাচ্ছিলেন, তাৎক্ষণিক সেটা নিশ্চিত হওয়া যায়নি। কোস্টগার্ডের সদস্যরা আরও লাশের খোঁজে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।

ইউরোপে তুলনামূলক উন্নত জীবনযাপনের আশায় গত মাসগুলোয় হাজারো লেবানিজ, সিরীয় ও ফিলিস্তিনি নৌকায় চড়ে লেবানন ছেড়েছেন। সরকারি তথ্য, সংবাদমাধ্যমের প্রতিবেদন, ওয়াকিং বর্ডারসসহ বিভিন্ন বেসরকারি সংস্থার কাছ থেকে অভিবাসন সংস্থা (আইওএম) এসব তথ্য সংগ্রহ করে। আইওএমের দাবি, প্রকৃত সংখ্যা এর চেয়ে আরও অনেক বেশি হতে পারে।

ইউরোপীয় সীমান্ত ও কোস্টগার্ড সংস্থা ফ্রনটেক্স জানায়, এ বছরের জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত মধ্য ভূমধ্যসাগরের পথ দিয়ে ৫২ হাজার অভিবাসী অবৈধভাবে ঢুকেছেন। এসব অভিবাসী প্রধানত তিউনিসিয়া, মিসর ও বাংলাদেশ থেকে গেছেন।