Print Date & Time : 19 August 2025 Tuesday 2:18 am

সিরিয়ায় তুরস্কের বিমান হামলায় ৩৬ সেনা নিহত

শেয়ার বিজ ডেস্ক: সিরিয়ার আফরিনে তুরস্কের বিমান হামলায় দেশটির সরকারপন্থী অন্তত ৩৬ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

শনিবার সংস্থাটি জানায়, সিরিয়ার উত্তরাঞ্চলের কাফর জিনা ক্যাম্পে চালানো বিমান হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। আফরিনে চলমান তুর্কি অভিযানে মূলত কুর্দিদের সহযোগিতা করার লক্ষ্যে দুই সপ্তাহ আগে আফরিনে প্রবেশ করে সরকারপন্থী সেনারা।ব

লা হচ্ছে, জানুয়ারি থেকে শুরু হওয়া অভিযানে এই ৩৬ সেনা নিহতের বিষয়টি সবচেয়ে রক্তক্ষয়ী ঘটনা।

এর আগে গত বৃহস্পতিবারও তুর্কি সেনা ও কুর্দিদের মধ্যকার হামলা-পাল্টা হামলায় আট তুর্কি সেনা নিহত হয়। আহত হয় ১৩ জন।