শেয়ার বিজ ডেস্ক: সিরিয়ায় পৃথক দুটি বিমান ও কামান হামলায় শিশুসহ কমপক্ষে ৫৭ জন নিহত হয়েছেন। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি রোববার এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার। রাজধানী দামেস্কের বাইরে পূর্বাঞ্চলীয় ঘৌটা জেলায় সিরিয়ান বাহিনীর বিমান হামলায় ওই ব্যক্তিরা নিহত হয়। বিদ্রোহী নিয়ন্ত্রিত এই এলাকায় সিরিয়ান বাহিনী ক্রমাগত হামলা চালিয়েছে যাচ্ছে।
সিরিয়ান অবজারভেটরির পরিচালক রামি আব্দেল রাহমান বলেছেন, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। কারণ আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি আরো বলেছেন, নিহতদের মধ্যে কমপক্ষে চারজন শিশু রয়েছে। স্থানীয় ঘৌটা মিডিয়া সেন্টারও ২৩ জন নিহত হওয়ার খবর জানিয়েছে।
সিরিয়ান অবজারভেটরি জানাচ্ছে, গেলো দুই সপ্তাহে ওই এলাকায় হামলায় শতাধিক ব্যক্তি নিহত হয়েছেন।
সূত্রগুলো জানাচ্ছে, পূর্বাঞ্চলীয় ঘৌটা ‘ডি-এস্কেলেশন জোন’ অর্থাৎ সেনা কার্যক্রম নিষিদ্ধ এমন একটি এলাকা। সম্প্রতি তুরস্ক, রাশিয়া এবং ইরান যে চুক্তি করেছে সেটি অধীনে ওই এলাকাকে ‘ডি-এস্কেলেশন জোন’ ঘোষণা করা হয়েছে।
পূর্বাঞ্চলীয় ঘৌটায় বিদ্রোহীরা সরকারি বাহিনীর সঙ্গে বেশ কয়েক বছর ধরেই সমান তালে লড়াই করে যাচ্ছে। তবে সরকারি অবরোধের কারণে ওই এলাকায় মানবিক সংকট দেখা দিয়েছে।
এদিকে সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, পূর্বাঞ্চলীয় দেইর আল জৌর প্রদেশের একটি গ্রামে ইসলামিক স্টেটের লক্ষ্যবস্তুতে চালানো রাশিয়ার বিমান হামলায় ৩৪ জন নিহত হয়েছে। তারা জানাচ্ছে, নিহতরা সবাই বেসামরিক নাগরিক। তাদের মধ্যে ১৫ জন শিশুও রয়েছে।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বাহিনীকে সমর্থন দিয়ে আসছে রাশিয়া। যদিও যুক্তরাষ্ট্র, তুরস্ক এবং সৌদি আরব সিরিয়ার বিদ্রোহীদের সমর্থন দিয়ে আসছে।