শেয়ার বিজ ডেস্ক: গতকাল শনিবার সিলেট সার্কিট হাউস সম্মেলন কক্ষে আয়োজিত ‘লোকাল লেভেল স্টেকহোল্ডারস কনসালটেশন অন ইনক্লুসিভ, স্মুথ অ্যান্ড সাসটেইনেবল এলডিসি গ্র্যাজুয়েশন’ বিষয়ক এক কর্মশালায় বক্তারা সিলেট জেলার অর্থনৈতিক অগ্রগতিকে ত্বরান্বিত করার স্বার্থে এই অঞ্চলের ভৌগোলিক অবস্থান, কৃষিজ শিল্প ও পর্যটনের সম্ভাবনাকে যথাযথরূপে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন।
একই সঙ্গে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশীদের কাছ থেকে বিনিয়োগ আকৃষ্টকরণ এবং সেই লক্ষ্যে দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির ওপর তারা গুরুত্বারোপ করেছেন।
সিলেট জেলা প্রশাসন ও সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহায়তায় ইআরডির সাপোর্ট টু সাস্টেইনেবল গ্র্যাজুয়েশন প্রকল্প ওই কর্মশালার আয়োজন করে।
কর্মশালার প্রধান অতিথি ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)-এর সচিব শরিফা খান। বিশেষ অতিথি ছিলেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমেদ। কর্মশালায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মজিবর রহমান।
কর্মশালায় শরিফা খান বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের একটি বিষয় যার ফলে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের মর্যাদা বৃদ্ধি পাবে। অতীতে বাংলাদেশ সফলভাবে বিভিন্ন বৈশ্বিক প্রতিবন্ধকতা সফলভাবে মোকাবিলা করতে সক্ষম হয়েছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন যে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ-পরবর্তী সময়েও বাংলাদেশ সম্মিলিতভাবে উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে সক্ষম হবে।
তাহমিন আহমেদ তার বক্তব্যে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের লক্ষ্যে স্থানীয় লোকবলের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ও কর্মদক্ষতা বৃদ্ধির ওপর জোর আরোপ করেন।
কর্মশালার সভাপতি ও সিলেটের ডিসি মজিবর রহমান তার বক্তৃতায় আশা প্রকাশ করেন, উত্তরণ প্রক্রিয়া সম্পর্কে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি বাংলাদেশ সার্বিক উন্নয়ন প্রক্রিয়াকে আরও টেকসই ও অন্তর্ভুক্তিমূলক করতে সহায়তা করবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইআরডির অতিরিক্ত সচিব ও এসএসজিপি প্রকল্পের প্রকল্প পরিচালক ফরিদ আজিজ তার বক্তৃতায় উত্তরণ-পরবর্তী সময়ে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য ও সার্বিক উন্নয়ন প্রক্রিয়ায় কী প্রভাব পড়তে পারে বা নতুন কী সুযোগ ও সম্ভাবনা সৃষ্টি হতে পারে সেই বিষয়ে স্থানীয় বেসরকারি খাত বিশেষত রপ্তানিমুখী শিল্পের প্রতিনিধিদের মধ্যে এখন থেকেই প্রয়োজনীয় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালায় আরও বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলার উপজেলা চেয়ারম্যান আশফাক আহমেদ, বারাকা পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম আহমেদ চৌধুরী এবং শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সুব্রত দাস।
বেসরকারি খাত ও সুশীল সমাজের প্রতিনিধি, ইআরডি ও এসএসজিপি প্রকল্পের কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তারা ওই কর্মশালায় অংশ নেন। সূত্র: বিজ্ঞপ্তি