Print Date & Time : 8 September 2025 Monday 7:03 pm

সিলেটে পুনঃকর্মসংস্থানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ইউসেপের উদ্যোগ

দেশের উত্তরাঞ্চলে সাম্প্রতিক বন্যা ও কভিড-১৯-এ ক্ষতিগ্রস্ত মানুষের জন্য একটি দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান পুনর্গঠন কর্মসূচি চালু করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও ইউসেপ বাংলাদেশ। এই অংশীদারিত্বের আওতায় সিলেট জেলার ৫০০ জন সুবিধাভোগী মার্কেট-ড্রিভেন ভোকেশনাল (বৃত্তিমূলক) প্রশিক্ষণ পাবেন।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় বলেন, ‘যখন বাংলাদেশের উত্তরাঞ্চল জুড়ে বন্যার পানি প্রবাহিত হয়, তখন তা সেখানকার মানুষগুলোর জীবনে একটি বিধ্বংসী প্রভাব রেখে গেছে। সেখানকার মানুষগুলো ইতোমধ্যে জলবায়ু পরিবর্তনের শিকার এবং মহামারি পরবর্তী ক্ষতি মোকাবিলা করছে। এই মানুষগুলোর পুনর্বাসনের মূলমন্ত্র হলো তাদের নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে সহযোগিতা করা।  ইউসেপের সঙ্গে আমাদের অংশীদারিত্ব অব্যাহত রাখতে পেরে এবং একটি সমৃদ্ধ ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় দক্ষতা ও রিসোর্স কাজে লাগিয়ে জনগণকে প্রস্তুত করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারায় আমরা আনন্দিত।’

ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. মো. আব্দুল করিম বলেন, ‘দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান পুনর্গঠন কর্মসূচি সম্প্রসারণে ধারাবাহিক সহায়তার জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশকে ধন্যবাদ জানাই। এই কর্মসূচিটি করোনা মহামারিতে চাকরি হারানো যুবক ও তরুণ প্রাপ্তবয়স্কদের বিশেষভাবে সহযোগিতা করেছে।’ বিজ্ঞপ্তি