সিলেটে ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সম্মেলন

ব্র্যাক ব্যাংক সিলেট অঞ্চলে গতকাল এজেন্ট ব্যাংকিং সম্মেলন আয়োজন করে। সারাদেশে অলটারনেট ব্যাংকিং চ্যানেলের নেটওয়ার্ক দ্রুত সম্প্রসারণের মাধ্যমে ব্র্যাক ব্যাংকের এগিয়ে যাওয়া নিয়ে একটি নির্দিষ্ট কৌশল ও পথনকশা তৈরি করার লক্ষ্যে এ সম্মেলন আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা ব্যাংকিং সেবার বাইরে থাকা মানুষদের আর্থিক সেবার আওতায় নিয়ে এসে আর্থিক অন্তর্ভুক্তি ও জাতীয় উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্ক সম্প্রসারণে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক সাজন এক্সচেঞ্জ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম। বিজ্ঞপ্তি