Print Date & Time : 14 September 2025 Sunday 10:10 am

সিলেটে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬

প্রতিনিধি, সিলেট: সিলেটের কোম্পানিগঞ্জে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ৯টার দিকে গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাও ইউনিয়নের সুন্দ্রাগাও এলাকার পিয়াইনগুল কলিম উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম।

নিহতরা হলেন, সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ইসলামপুরের শাহজাহানের ছেলে সিএনজিচালক কালন (৩৫), একই উপজেলার মৃত মছদ্দর আলীর ছেলে কাজী আমির উদ্দিন (৫০) ও মাইক্রবাসচালক ঢাকার হেমায়েতপুরের আবু তাহের (৫০)। বাকিদের পরিচয় এখনও জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে নন্দিরগাও ইউনিয়নের সুন্দ্রাগাও এলাকার পিয়াইনগুল কলিম উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সামনে কোম্পানিগঞ্জগামী একটি মাইক্রবাসের চাকা ফেটে সিলেট অভিমুখী একটি সিনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। অটোরিকশা ও মাইক্রোবাসটি পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ৬ জন। তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।