Print Date & Time : 4 September 2025 Thursday 11:22 pm

সিলেটে সোনালী ব্যাংকের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

সোনালী ব্যাংক লিমিটেডের সিলেট বিভাগের জেনারেল ম্যানেজারস অফিসের ‘বিভাগীয় সম্মেলন ও ব্যবসায়িক মতবিনিময় সভা-২০২৩’ গতকাল অনুষ্ঠিত হয়। এতে জিএম অফিস সিলেটের আওতাধীন সব প্রিন্সিপাল অফিস ও করপোরেট শাখার প্রধান এবং এসব প্রিন্সিপাল অফিসের আওতাধীন শাখা ব্যবস্থাপকরা অংশ নেন। সিলেট মহানগরের স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সিলেটের জেনারেল ম্যানেজারস অফিসের মহাব্যবস্থাপক মো. জামান মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম এবং বিশেষ অতিথি ছিলেন ডিএমডি সঞ্চিয়া বিনতে আলী। বিজ্ঞপ্তি