Print Date & Time : 12 September 2025 Friday 12:44 pm

সিলেট ও সুনামগঞ্জে ত্রাণ ও ওষুধ বিতরণ করছে গণস্বাস্থ্য কেন্দ্র

গতকাল শুক্রবার সকালে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ শান্তিগঞ্জ উপজেলায় বন্যার্তদের মধ্যে ১৪তম দিনে এক হাজার পরিবারের মাঝে খাবার সহায়তা দিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। এছাড়া বন্যার্তদের জন্য ২৫ লাখ টাকার জরুরি ওষুধ ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ সিভিল সার্জন ডা. আহম্মদ হোসেনের কাছে হস্তান্তর করে গণস্বাস্থ্য।

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাফিনা আক্তার, সিলেটের সুনামগঞ্জ অঞ্চলের গণস্বাস্থ্য ত্রাণ কার্যক্রমের প্রধান সমন্বয়ক ডা. হালিমুর রেজা, গণস্বাস্থ্য কেন্দ্র, পাগলা’র স্থানীয় পরিচালক আবদুল আউয়াল, গণস্বাস্থ্য কেন্দ্রের শিল্পায়ন বিভাগের কর্মকর্তা আবুল হাসান, মানবসম্পদ কর্মকর্তা শাহনাজ পারভিন, পাগলা কেন্দ্রের ম্যানেজার কামাল হোসেন প্রমুখ।

শান্তিগঞ্জ উপজেলার গণস্বাস্থ্য কেন্দ্র পাগলা এবং আশেপাশের এলাকার দরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরণের জন্য উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, ইউপি মেম্বার ও নির্বাচিত মহিলা মেম্বারদের নিয়ে দরিদ্র জনগোষ্ঠীর মাঝ থেকে এক হাজার পরিবার বাছাই করে এই ত্রাণ দেয়া হয়। সমাজের অবহেলিত তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝেও ত্রাণ বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রীর মধ্যে প্রতি বস্তায় একটি পরিবারে মাঝে ১০ কেজি চাল, তিন কেজি আলু, এক কেজি ডাল, এক কেজি লবণ, শুকনা মরিচ, দুই লিটার বিশুদ্ধ পানি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়।

সিভিল সার্জন অফিসে অনুদান হিসেবে দেয়া ওষুধ ইউএনএইচসিআরের অর্থায়নে সরবরাহ করা হয়। জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর রোহিঙ্গা স্বাস্থ্যসেবায় তাদের সহযোগী প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্রকে সিলেট-সুনামগঞ্জের বন্যা মোকাবিলায় বিপুল পরিমাণ ওষুধ, সাধারণ সেলাই ড্রেসিংয়ের যন্ত্রপাতি ও মেডিকেল কনজিউমেবল দান করে। গণস্বাস্থ্য কেন্দ্রের নিজস্ব ছয়টি মেডিকেল টিমের পাশাপাশি সুনামগঞ্জের সিভিল সার্জন অফিসের মাধ্যমে এই ওষুধগুলো বন্যায় ক্ষতিগ্রস্ত রোগীদের বিনা মূল্যে চিকিৎসার জন্য ব্যবহার করা হবে।

সিলেটে ও সুনামগঞ্জের বন্যার্তদের মাঝে গণস্বাস্থ্য কেন্দ্রের খাদ্য ও চিকিৎসাসেবা অব্যাহত থাকবে। বন্যা-পরবর্তী সময়ে কৃষি ও পুনর্বাসন প্রক্রিয়ায়ও সহযোগিতা করবে গণস্বাস্থ্য কেন্দ্র। বিজ্ঞপ্তি