Print Date & Time : 3 August 2025 Sunday 2:57 pm

সিলেট-নেত্রকোনায় বন্যা পরিস্থিতির উন্নতি

শেয়ার বিজ ডেস্ক: উজানে ভারী বৃষ্টির কারণে দেশের তিন নদীর চার পয়েন্টের পানি গতকাল মঙ্গলবারেও বিপদসীমার ওপরে ছিল। তবে সোমবার চার নদীর ছয় পয়েন্টে পানি বিপদসীমার ওপরে ছিল। সেই হিসাবে গতকাল পানি কিছুটা কমেছে। গঙ্গা, ব্রহ্মপুত্র ও যমুনার পানি বাড়লেও আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট ও নেত্রকোনা জেলার কয়েকটি স্থানে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। খবর: বাংলা ট্রিবিউন।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ব্রহ্মপুত্র নদের পানি কমতে শুরু করেছে। অপরদিকে, যমুনা নদীর পানি স্থিতিশীল আছে। আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত উভয় নদীর পানি কমতে শুরু করতে পারে।

গঙ্গা-পদ্মা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। দেশের উত্তর-পূর্বাঞ্চলের উজানের মেঘনা অববাহিকার প্রধান নদ-নদীগুলোর পানি কমছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট ও নেত্রকোনা জেলার কয়েকটি স্থানে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

কেন্দ্র জানায়, কুশিয়ারা নদীর দুই পয়েন্টের একটির পানি কমলেও অন্যটির পানি কিছুটা বেড়েছে। এই নদীর অমলশীদ পয়েন্টের পানি বিপদসীমার ৯০ থেকে কমে গতকাল ৪৯ এবং শেওলা পয়েন্টের পানি দুই থেকে বেড়ে মঙ্গলবার ছয় সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। এদিকে সুরমা নদীর কানাইঘাট পয়েন্টের পানি ৬৪ থেকে কমে ৪১ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। পুরোনো সুরমার দিরাই পয়েন্টের পানি মঙ্গলবার বিপদসীমার নিচে নেমেছে। এদিকে সোমেশ্বরী নদীর কলমাকান্দা পয়েন্টের পানি ১৮ থেকে কমে এখন ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। 

বৃষ্টিপাতের বিষয়ে বলা হয়, গত কয়েক দিনের তুলনায় মঙ্গলবার বৃষ্টি হয়নি বললেই চলে। গত ২৪ ঘণ্টায় কেবল চট্টগ্রামে ৫৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।