Print Date & Time : 8 September 2025 Monday 8:01 am

সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে একজন নিহত

শেয়ার বিজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরের গোয়াবাড়ি সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে একজন নিহত হয়েছেন। জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ জানান, গতকাল ভোরে তাকে গুলি করে ভারতীয় খাসিয়ার একটি দল। খবর: বাংলা ট্রিবিউন।

নিহত ব্যক্তির নাম মদসসির আলী (৫২)। তিনি উপজেলার গুয়াবাড়ি আদর্শ গ্রামের মসদ্দর আলীর ছেলে।

জৈন্তাপুর থানার ওসি জানান, নিহত ব্যক্তি শনিবার রাতে কোনো এক সময় ভারতীয় সীমান্ত এলাকায় সুপারি সংগ্রহে গিয়েছিলেন। পরে খাসিয়ারা তাকে দেখে গুলি করে হত্যা করে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালে পাঠায়।