নিজস্ব প্রতিবেদক : এখন থেকে সমন্বিত গ্রাহক হিসাব (সিসিএ) থেকে অর্জিত সুদ আয়ের ২৫ শতাংশ ‘স্টক এক্সচেঞ্জ ইনভেস্টরস প্রটেকশন ফান্ডে’ জমা রাখতে হবে। পুঁজিবাজারে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণেেএ সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (২৭ মে) বিএসইসির ৯৫৬তম কমিশন সভায়, চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, ব্রোকারেজ হাউজগুলোর মাধ্যমে পরিচালিত সমন্বিত গ্রাহক হিসাবে বিনিয়োগকারীদের অব্যবহৃত অর্থ ব্যাংকে জমা থাকে, যার ওপর তারা সুদ আয় করে থাকে। এতদিন পর্যন্ত এই পুরো সুদ ব্রোকাররাই পেতেন। তবে এখন থেকে সেই সুদের এক-চতুর্থাংশ জমা দিতে হবে বিনিয়োগকারী সুরক্ষা তহবিলে। বাকি ৭৫ শতাংশ তারা নিজেদের খাতে ব্যবহার করতে পারবেন।
বিএসইসি মনে করে, এই সিদ্ধান্ত বাজারে বিনিয়োগকারীদের আস্থা পুনর্গঠনে সহায়ক হবে। বিশেষ করে অনিশ্চয়তা ও বাজার ঝুঁকির সময় এই তহবিল ব্যবহার করে বিনিয়োগকারীদের আংশিক সুরক্ষা দেওয়া সম্ভব হবে।