সীতাকুণ্ডে আহতদের চিকিৎসায় সাইফ পাওয়ারটেকের অনুদান

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকার বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে আহতদের পরিবারের পাশে দাঁড়াল সাইফ পাওয়ারটেক লিমিটেড। গতকাল কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডে আহত চিকিৎসাধীন রোগীদের দেখতে যান এবং তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি বলেন, সাইফ পাওয়ারেটেক সব সময় জাতির ক্রান্তিলগ্নে অসহায় ও দুর্গতদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। এ সময় তিনি সীতাকুণ্ডে অগ্নিদগ্ধদের চিকিৎসার জন্য ৫০ লাখ টাকার অনুদান ঘোষণা করেন। বিজ্ঞপ্তি