Print Date & Time : 2 September 2025 Tuesday 1:36 am

সীতা রাণী কোচের তাঁত দেখতে গেলেন ইউএনও

প্রতিনিধি, শেরপুর : গত ৭ এপ্রিল দৈনিক শেয়ার বিজ পত্রিকায় “রঙিন সুতায় সাদা কালো স্বপ্ন” শিরোনামে সংবাদ প্রকাশের পর শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার ইউএনও হিমেল রিসিল উপজেলার প্রত্যন্ত গারো পাহাড়ের খলচান্দা কোচ পাড়ার সীতা রাণীর কোচের সনাতনি তাঁত দেখতে গিয়েছিলেন।

গতকাল শনিবার (৮ এপ্রিল) দুপুরে প্রত্যন্ত ভারত সীমান্ত ঘেষা গ্রাম খলচান্দা কোচ পাড়ায় গিয়ে তিনি ওই তাঁতের বোনা তাদের পোষাক রাঙ্গা লেফেন তৈরী করা নিয়ে নানা প্রতিকুলতা ও সমস্যার খোঁজ খবর নেন।

এ বিষয়ে ইউএনও হিমেল রিসিল জানায়, প্রাথমিক ভাবে তিনি বিষয়টা স্বচোক্ষে দেখলেন এবং এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

উল্লেখ্য, ওই প্রতিবেদনে সীতা রাণী কোচ নানা প্রতিকুলতার মাঝেও শত শত বছরের ঐতিহ্য তাদের নিজেদের পরিধেয় পোষাক তৈরীর তাঁতকে এখনও ধরে রাখার বর্ণনা করা হয়। সেই সাথে নিজেদের অস্থিত্ব সংকট ও নাম মাত্র মজুরির উপর নির্ভর করেও তাদের এ ঐতিহ্য ধরে রেখেছে সীতা রাণী কোচ।