Print Date & Time : 15 September 2025 Monday 7:44 pm

সীমান্ত খুলল ভেনেজুয়েলা ও কলম্বিয়া

শেয়ার বিজ ডেস্ক: দীর্ঘ সাত বছর পর সীমান্ত খুলল ভেনেজুয়েলা ও কলম্বিয়ার। খবর: সিএনএন।

এর মধ্য দিয়ে ভেনেজুয়েলা ও কলম্বিয়ার মধ্যকার একটি বড় সীমান্ত ক্রসিংয়ে পণ্যবাহী পরিবহন চলাচল আবার শুরু হয়েছে।

দীর্ঘদিনের শীতল সম্পর্কের পর এই পদক্ষেপ দুই দেশের অর্থনীতিকে লাভবান করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সিএনএন। প্রতিবেদনে বলা হয়, নতুন এই পদক্ষেপের ফলে দুই দেশের মধ্যে কয়েক বিলিয়ন ডলারের বাণিজ্যের পথ উম্মুক্ত হবে।

এর আওতায় বিভিন্ন ধরনের ফল, কয়লা ও টয়লেট পেপারের মতো পণ্যসামগ্রী দুই দেশের মধ্যকার সীমান্ত ক্রসিং পারাপারের সুযোগ পাবে।

কলম্বিয়ার নতুন বামপন্থি প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো তার নির্বাচনী প্রচারণায়ও প্রতিবেশী দেশটির সঙ্গে সীমান্ত ক্রসিং খুলে দেয়ার ওপর জোর দিয়েছিলেন।

গত সোমবার তিনি হেঁটে সাইমন বলিভার ব্রিজ অতিক্রম করেন। এই সময় সীমান্তের ভেনেজুয়েলা অংশে তার সঙ্গে ছিলেন উভয় দেশে নিযুক্ত নিজেদের রাষ্ট্রদূত, ভেনেজুয়েলার পরিবহনমন্ত্রী ও অন্য কর্মকর্তারা।

গুস্তাভো পেট্রো বলেন, তিনি চান সীমান্তের উভয় পাশের মানুষ যেন উপকৃত হয়।