সীমান্ত বন্ধ পাকিস্তান ও আফগানিস্তানের

শেয়ার বিজ ডেস্ক: সীমান্তে দুই পক্ষের নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের পর বাণিজ্য ও ট্রানজিট হিসেবে ব্যবহারের প্রধান ক্রসিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। খবর: ভয়েস অব আমেরিকা।

পাকিস্তানের স্থানীয় এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। আফগানিস্তানের স্পিন বোলদাক জেলা-সংলগ্ন চাহমান শহরের উপ-কমিশনার আব্দুল হামিদ জেহরি বলেন, এক দিন আগে আফগানিস্তান ও পাকিস্তান উভয় পক্ষের নিরাপত্তা বাহিনী মধ্যে দীর্ঘক্ষণ ধরে তুমুল গোলাগুলির পর সীমান্ত ক্রসিং বন্ধ করা হয়েছে।

তিনি বলেন, উভয় পক্ষে গভীর রাত পর্যন্ত গোলাগুলি চলছে। এরপর চাহমানে পাক-আফগান ক্রসিং ও বাণিজ্য বন্ধ হয়েছে।

জেহরি আরও বলেন, আফগান সীমান্ত ক্রসিংয়ের দিক থেকে আসা একজন পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর এক সদস্যকে গুলি করলে সংঘর্ষ শুরু হয়। এতে ওই সদস্য নিহত হন এবং বেশ কয়েকজন আহত

হন। তবে উভয় পক্ষের হতাহতের মোট সংখ্যা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করা হয়নি।

এদিকে তালেবান প্রশাসনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, দুই পক্ষের সীমান্ত বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছে। তিনি বলেন, এটি ভুল বোঝাবুঝির কারণে হয়েছে এবং ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

পাকিস্তানি সেনাবাহিনীর গণমাধ্যম শাখার এক মুখপাত্র বলেছেন, কী ঘটেছে তা নির্ধারণ করতে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

সীমান্ত ক্রসিং বন্ধ থাকায় দুই পাশে পণ্য নিয়ে শত শত ট্রাক দাঁড়িয়ে আছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ও কর্মকর্তারা।

আফগানিস্তানে গত বছর ক্ষমতা দখল করে তালেবান। এর পর থেকে তাদের নিরাপত্তা বাহিনীর সঙ্গে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটছে। বিশেষ করে পাকিস্তানি বাহিনীর ওপর হামলা বেড়েছে। হামলা করছে পাকিস্তানও। গত এপ্রিলে পূর্ব আফগানিস্তানের কুনার প্রদেশে রকেট হামলা চালায় পাকিস্তানের সেনারা। সেখানে অন্তত ছয়জনের মৃত্যু হয়।

পাকিস্তান তালেবানকে বিদেশি জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় না দেয়ার ব্যাপারে তাদের প্রতিশ্রুতি রক্ষা করার আহ্বান জানিয়েছে। তালেবান জঙ্গিদের আশ্রয় দেয়ার বিষয়টি অস্বীকার করেছে।