সীমান্ত ব্যাংক এবং নগদ এর মধ্যে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতা স্মারকের আওতায় সীমান্ত ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং ‘কানেক্ট’ এর মাধ্যমে নগদ অ্যাকাউন্টে অ্যাড মানি সুবিধা উপভোগ করা যাবে। ‘কানেক্ট’ থেকে নগদ অ্যাকাউন্টে অ্যাড মানি সুবিধা ইতিমধ্যে চালু হয়েছে। সীমান্ত ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম এর উপস্থিতিতে সীমান্ত ব্যাংকের হেড অব অপারেশন্স ও সিআরও মোহাম্মদ আজিজুল হক এবং নগদের চীফ কমার্শিয়াল অফিসার মোঃ শিহাব উদ্দিন চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

Print Date & Time : 9 July 2025 Wednesday 1:14 am
সীমান্ত ব্যাংক এবং নগদ এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
করপোরেট কর্নার ♦ প্রকাশ: