সুঁই ছাড়াই টিকা দেয়ার কৌশল

শেয়ার বিজ ডেস্ক: আসছে সুঁই ছাড়াই কভিড টিকা দেয়ার নতুন কৌশল। সিরিঞ্জ ও সুঁই ছাড়াই কভিড টিকা নিয়ে গবেষণা চালাচ্ছেন গবেষকরা। তারা বলছেন, শিগগিরই এ ধরনের টিকা প্রয়োগ করা যাবে। গবেষকরা বলছেন, ওষুধ দেয়া ছোট ব্যান্ডেডের মতো একটি জিনিস (প্যাচেস) ত্বকে লাগিয়ে দেওয়া হবে। এটিই শরীরে টিকার মতো কার্যকর হবে। খবর: এএফপি।

স্থানীয় সময় শুক্রবার সায়েন্স অ্যাডভান্সেস সাময়িকীতে প্রকাশিত এক প্রতিবেদনে নতুন গবেষণার তথ্য প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, টিকা প্রয়োগের নতুন এ কৌশল সিরিঞ্জ নিয়ে ভয় দূর করার পাশাপাশি টিকা বিতরণ ব্যবস্থার ক্ষেত্রেও সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। কারণ, প্যাচেসের ক্ষেত্রে টিকা সংরক্ষণের জন্য শীতল তাপমাত্রার প্রয়োজন হবে না।

অস্ট্রেলীয় ও যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীদের দল যৌথভাবে এ প্যাচেস আবিষ্কার করেছে। প্রতিটি প্যাচেসের আকার এক বর্গ সেন্টিমিটার। এতে পাঁচ হাজারের বেশি ক্ষুদ্র স্পাইক ছিদ্র করে দেয়া থাকবে। গবেষণা প্রতিবেদনের সহ-লেখক ও কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ভাইরাস বিশেষজ্ঞ ডেভিড মুলার বলেন, ‘এগুলো এতটাই ক্ষুদ্র যে সত্যিকার অর্থে আপনারা তা দেখতেই পাবেন না।’ ছোট একটি যন্ত্র ব্যবহার করে ওষুধের প্রলেপযুক্ত প্যাচেস ত্বকের ওপর বসিয়ে দেয়া হবে।

গবেষকেরা প্যাচেস নিয়ে ইঁদুরের ওপর পরীক্ষা চালিয়েছেন। কিছু ইঁদুরের শরীরের ওষুধযুক্ত প্যাচেস দুই মিনিট করে লাগিয়ে রাখা হয়। আর কিছু ইঁদুরের শরীরে সিরিঞ্জের মাধ্যমে টিকা দেয়া হয়। দেখা গেছে, যে ইঁদুরগুলোকে প্যাচেস ব্যবহার করে দুই ডোজ টিকা দেয়া হয়েছে, তাদের শরীরে উচ্চমাত্রার অ্যান্টিবডি তৈরি হয়েছে।

গবেষকরা জানান, শুষ্ক প্রলেপযুক্ত প্যাচেস ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কমপক্ষে ৩০ দিন ভালো থাকবে। আর ৪০ ডিগ্রি তাপমাত্রায় এটি সংরক্ষণ করা যাবে এক সপ্তাহ। উন্নয়নশীল দেশগুলোতে এ প্যাচেস সংরক্ষণ করা সুবিধাজনক হবে বলে মনে করছেন গবেষকরা।

মুলার আরও বলেন, ‘এটি ব্যবহার করা খুব সহজ। এটি প্রয়োগের জন্য উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসাকর্মীর প্রয়োজন পড়বে না।

এ গবেষণায় ব্যবহƒত প্যাচেস তৈরি করেছে অস্ট্রেলীয় কোম্পানি ভাক্সাস। আগামী এপ্রিল থেকে মানবদেহে এর পরীক্ষামূলক প্রয়োগের পরিকল্পনা করা হয়েছে। মাইক্রোন বায়োমেডিকেল এবং ভাক্সেস নামের দুটি মার্কিন কোম্পানিও প্যাচেস তৈরির প্রতিযোগিতায় রয়েছে।