বস্ত্র ও তৈরি পোশাক খাতে পরিবেশবান্ধব সবুজ শিল্পায়ন, টেকসই ও ন্যায্য রূপান্তর নিশ্চিত করার লক্ষ্য নিয়ে বাংলাদেশে সুইডিশ দূতাবাস ও সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) যৌথভাবে একটি প্রকল্পে কাজ করতে যাচ্ছে। এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় সুইডিশ দূতাবাসের পক্ষ থেকে উন্নয়ন সহযোগিতাবিষয়ক প্রধান ক্রিস্টিন জোহানসন এবং সিপিডির পক্ষে নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়। প্রকল্পটির গুরুত্বের ওপর আলোকপাত করে ড. ফাহমিদা খাতুন বলেন, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য নারী ও যুবকদের কর্মসংস্থান এবং সবুজ অর্থায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজ্ঞপ্তি

Print Date & Time : 3 September 2025 Wednesday 9:14 am
সুইডিশ দূতাবাস ও সিপিডির মধ্যে অংশীদারিত্ব চুক্তি
করপোরেট কর্নার ♦ প্রকাশ: