Print Date & Time : 30 August 2025 Saturday 10:56 am

সুইস ব্যাংকের টাকা : তথ্য না চাওয়ার কারণ জানতে চান হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক : সুইজারল্যান্ড সরকারের কাছে দেশটির বিভিন্ন ব্যাংকে (সুইস ব্যাংক) জমা রাখা টাকার বিষয়ে বাংলাদেশ সরকার কেনো তথ্য না চাওয়ার কারণ জানতে চেয়েছেন হাইকোর্ট। এ ব্যাপারে আগামী ১৪ আগস্টের মধ্যে দুদক ও রাষ্ট্রপক্ষকে জানাতে বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। দুদকের পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান।

এর আগে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের টাকার বিষয়ে বাংলাদেশ সরকার নির্দিষ্ট কোনো তথ্য চায়নি বলে জানান ঢাকায় নিযুক্ত সুইস রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড। বিভিন্ন পত্রিকায় এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে এলে ওই আদেশ দেয়া হয়।