Print Date & Time : 1 September 2025 Monday 2:35 pm

সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে বিস্ফোরণ, নিহত ১

শেয়ার বিজ ডেস্ক: ঝালকাঠির সুগন্ধা নদীতে ‘সাগর নন্দিনী-৩’ নামের একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এতে দগ্ধ হয়েছেন অন্তত সাতজন।

গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টায় শহরের পৌর খেয়াঘাট এলাকায় সুগন্ধা নদীতে নোঙর করে রাখা জাহাজটিতে এই দুর্ঘটনা ঘটে। সূত্র: বাংলা ট্রিবিউন।

নিহত ব্যক্তির নাম কামরুল ইসলাম। তিনি ওই জাহাজের সুকানি। কামরুলের বাড়ি গোপালগঞ্জে। দগ্ধদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. শহিদুল ইসলাম জানান, সকাল সাড়ে ৮টায় জাহাজের পাম্পরুম থেকে অকটেন খালি করার সময় পাইপের মধ্যে বিস্ফোরণ ঘটে। এরপর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কামরুল ইসলাম মারা যান। শের-ই-বাংলা মেডিকেলে আশঙ্কাজনক অবস্থায় অন্তত সাতজনকে ভর্তি করা রয়েছে। জাহাজে নাবিকসহ মোট ১৩ জন ছিলেন। দুর্ঘটনার কারণ এখনও সঠিকভাবে জানা যায়নি।

ঝালকাঠি পদ্মা ডিপো সূত্রে জানা গেছে, জাহাজটি পেট্রোল ও ডিজেল নিয়ে চট্টগ্রাম থেকে ঝালকাঠিতে আসে। জাহাজটি থেকে পদ্মা ডিপোতে তেল খালাসের কথা ছিল।

দুর্ঘটনার পর জেলা প্রশাসক মো. জোহর আলী এবং পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন ঘটনাস্থল পরিদর্শন করে জাহাজের তেল দ্রুত সরিয়ে নেয়ার নির্দেশ দেন।

জোহর আলী বলেন, দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। জাহাজে যারা ছিলেন, তারা অধিকাংশই গুরুতরভাবে আহত। জাহাজ থেকে যাতে দ্রুত তেল খালাস করা যায়, সে ব্যাপারে ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।