শেয়ার বিজ ডেস্ক: মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য ভারতের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার ৪ দশমিক ৪ শতাংশ থেকে বাড়িয়ে ৪ দশমিক ৯ শতাংশ করেছে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে তিন সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো সুদের হার বাড়াল দেশটি। খবর: এনডিটিভি।
রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস জানান, এই পদক্ষেপের উদ্দেশ্য মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মতো ভ‚রাজনৈতিক উত্তেজনার প্রভাব মোকাবিলা করা। মুদ্রাস্ফীতির ঊর্ধ্বমুখী ঝুঁকি প্রত্যাশার চেয়ে আগে ধাক্কা দিয়েছে।
গত মাসে মুদ্রাস্ফীতি ৪০ শতাংশ বেড়ে যাওয়ার পর গতকাল বুধবার সুদের হার বাড়ানো হলো।
দেশটির কেন্দ্রীয় ব্যাংক ২০২২-২৩ অর্থবছরের জন্য মূল্যস্ফীতির অনুমান ৫ দশমিক ৭ শতাংশ থেকে ৬ দশমিক ৭ শতাংশে উন্নীত করেছে এবং চলতি বছর বৃদ্ধির পূর্বাভাস ৭ দশমিক ২ শতাংশ করেছে।
গভর্নর জানান, চলমান যুদ্ধ প্রতিদিনই নতুন চ্যালেঞ্জের জন্ম দিচ্ছে, যা বিদ্যমান সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটাচ্ছে। এ কারণে খাদ্য, জ্বালানি ও দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী থাকছে।
ভারত সরকারের তথ্য অনুযায়ী, মূল্যস্ফীতির প্রভাব ভোক্তাদের ব্যয়ে পড়েছে। এপ্রিলে আট বছরের মধ্যে সর্বোচ্চ ৭ দশমিক ৮ শতাংশ বাড়ে মূল্যস্ফীতি।